এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিএনপির মশাল মিছিল

0
এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিএনপির মশাল মিছিল

ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য আবদুল কাদের আজাদ ওরফে এ কে আজাদের গ্রেপ্তারের দাবিতে ফরিদপুরে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেছেন।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে শহরের হেলিপোর্ট বাজার থেকে একটি বিশাল মশাল মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহিম স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি এম এম জামান সেন্টু, ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আতিকুর রহমান আতিক, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি হারু খা, ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আবুল কালাম বিল্টুসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের বিএনপি নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের ‘ডামি এমপি’ এ কে আজাদ ফরিদপুরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য মাঠে নেমেছেন এবং দলের সন্ত্রাসীদের নিয়ে গোপন বৈঠক করছেন। তারা দাবি করেন, এ কর্মকাণ্ডের মাধ্যমে তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত।

বক্তারা অবিলম্বে এ কে আজাদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, প্রশাসনের নাকের ডগায় শেখ হাসিনার দোসরেরা তাদের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, অথচ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এদিকে একই দাবিতে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগেও বিক্ষোভ ও মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল থেকে এ কে আজাদের গ্রেপ্তার চেয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here