‘এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি অব ইউএসএ ইনক’র উদ্যোগে এক ইফতার মাহফিল এস্টোরিয়াস্থ আল আমিন জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। গত ৩১ মার্চ সোসাইটির সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক মো. জাবেদ উদ্দিনের পরিচালনায় এটি অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে বক্তারা কমিউনিটির স্বার্থ সংরক্ষণ ও আত্মমানবতার কল্যাণে সোসাইটির অব্যাহত তৎপরতার প্রশংসা করেন। তারা বলেন, কমিউনিটির সেবায় এ সংগঠন যুগান্তকারী কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, যা সবার জন্য অনুপ্রেরণাদায়ক। সংগঠনের সদস্যবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্রে বসবাসরত বিভিন্ন কমিউনিটির বিপুলসংখ্যক মানুষ সপরিবারে এতে যোগ দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা।
অনুষ্ঠানে আরো অংশগ্রহণ করেন জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক এর সাবেক সাধারণ সম্পাদক মিসবাহ মজিদ, সহ-সভাপতি বশির খাঁন, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সভাপতি তজম্মুল হোসেন, সাবেক সভাপতি সোহান আহমেদ টুটুল, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট সোসাইটির সহসভাপতি সৈয়দ রুহুল আলী ও সদস্য চমন উদ্দিন, সিলেট সদর থানা বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসাযী তুযার ভুঁইয়া ,এসোসিয়েশনের সভাপতি আব্দুুল মালিক খান লায়েক, কুলাউড়া এসোসিয়েশনের সাবেক সভাপতি সাহেদ দেলোয়ার চৌধুরী, বর্তমান সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, কমিউনিটি এ্যাক্টিভিস্ট আবু হামিদ,ও আজিজুল হক সপন, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ইউএসএ ইনক এর চিফ কো-অর্ডিনেটর খন্দকার মারুফ আহমেদ ও কামাল আহমেদ।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন হাফিজ মাওলানা লুৎফুর রহমান। এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি কয়েস আহমদ, কোষাধ্যক্ষ এমদাদ রহমান তরফদার, সাংগঠনিক সম্পাদক মইনুল হক চৌধুরী, সদস্য মো. নূরল হক, ফয়সল আহমদ, সামসুল ইসলাম, আবু সুলেমান, শাহীন হাসনাত, আনোয়ার হোসেন, আল আমিন জামে মসজিদের সাবেক সভাপতি খালেদ উর রব, সাবেক কোষাধ্যক্ষ আনসার চৌধুরী, সদস্য সাদেক জসিম আহমদ, আব্দুর রহিম, শফায়েত খান, রকিব আহমদ, আমির আলী, হেলাল আহমদ, সৈয়দ জসিম আলী, হাবিব দেওয়ান, বেলাল আহমদ, কামাল আহমদ, জহিরুল হক চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী মনির আহমদ প্রমুখ। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা নেছার আহমদ ও হাফিজ মাওলানা ইশরাক আহমদ।