এসি মিলানের সঙ্গে ড্র করলো ইন্টার মিলান

0

ম্যাচের একেবারে শেষ সময়ের গোলে হার এড়িয়েছে ইন্টার মিলান। আক্রমণ-পাল্টা আক্রমণে এসি মিলান ও ইন্টার মিলানের লড়াইটা ছিলো দুর্দান্ত। তিনবার জালে বল পাঠিয়েও ইন্টার মিলান গোল পেল না অফসাইড আর ফাউলের কারণে। তাদের তিনটি প্রচেষ্টা বাধা পেল পোস্টেও। আরেকটি ডার্বি জয়ের দুয়ারে যখন এসি মিলান, তখনই রোমাঞ্চে ঠাসা লড়াইয়ে নাটকীয় মোড়। ম্যাচের যোগ করা সময়ের ৩ মিনিটে সমতা টানেন ইন্টারের স্টেফান ডি ভ্রেই।

সান সিরোয় রবিবার রাতে সেরি আর ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। প্রথমার্ধে টিয়ানি রেইন্ডার্স এসি মিলানকে এগিয়ে নেওয়ার পর ৯৩তম মিনিটে সমতা টানেন স্টেফান ডি ভ্রেই। গত সেপ্টেম্বরে দুই দলের প্রথম দেখায় ২-১ গোলে জিতেছিল এসি মিলান, চলতি আসরে ইন্টারের একমাত্র হার সেটিই।

এবারের লড়াইয়ে প্রথমার্ধে ফেদেরিকো দিমার্কো ও লাউতারো মার্তিনেস এসি মিলানের জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।

৪২তম মিনিটে ‘ডেডলক’ ভাঙেন রেইন্ডার্স। রাফায়েল লেয়াওয়ের কোনাকুনি শট গোলরক্ষক ঠেকানোর পর ফিরতি বল ছয় গজ বক্সের বাইরে থেকে জোরাল শটে জালে পাঠান ডাচ মিডফিল্ডার।

৬৪তম মিনিটে আরেকবার বল জালে পাঠান বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন স্ট্রাইকার মার্তিনেস। এবার ফাউলের বাঁশি বাজান রেফারি। ৬৭তম মিনিটে ডিফেন্ডার ইয়ান বিসেকের হেড, ৮২তম মিনিটে মার্কাস থুরামের ভলি ও যোগ করা সময়ের প্রথম মিনিটে ডেনজেল ডামফ্রিসের শট; ইন্টারের তিনটি প্রচেষ্টাই বাধা পায় একই পোস্টে!

অবশেষে পাঁচ মিনিট যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলের দেখা পায় ইন্টার। সতীর্থের ক্রসে দূরের পোস্টে ডিফেন্ডার নিকোলা জালেবস্কি বুক দিয়ে নামিয়ে বল দেন আরেক ডিফেন্ডার ডি ভ্রেইকে, বাঁ পায়ের শটে গোল করে দলকে উল্লাসে ভাসান তিনি।

২২ ম্যাচে ১৫ জয় ও ৬ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইন্টার মিলান। সমান ম্যাচে ৯ জয় ও ৮ ড্রয়ে ৩৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে এসি মিলান। ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here