প্রযোজনা প্রতিষ্ঠান নাঈম মিউজিকের ব্যানারে মুক্তি পেয়েছে কণ্ঠশিল্পী এসএ আপনের নতুন গান ধোকা। গানের কথা লিখেছেন সিনথিয়া ইসলাম সিমি। সুর করেছেন জামি উল হাসান এবং এসএ আপন। জামি উল হাসানের সংগীতায়োজনে বিরহধর্মী গানটিতে ওঠে এসেছে প্রেমিক মনের হাহাকারের গল্প।
নতুন গান প্রসঙ্গে এসএ আপন বলেন, এই গানটি তরুণদের জন্য তৈরি হয়েছে। সাধারণত আমার কণ্ঠে শ্রোতারা যে ধরনের গান পছন্দ করেন, এই গান সেরকমই একটি গান।
ভিডিও লিংক : https://youtu.be/9DlOFYdxCx0