এসএসসি পরীক্ষা কেন্দ্রে খুলে পড়লো ফ্যান, আহত ৩

0

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষা শুরু হওয়ার আগে কেন্দ্রে চলন্ত ফ্যান খুলে পড়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন। 

রবিবার (৭ মে) সকালে শহরের হাজী আহমাদ আলী আলিয়া কামিল এম.এ মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহতরা সদরের চিলগাছা দাখিল মাদরাসার শিক্ষার্থী।

সিভিল সার্জনের মেডিকেল টিমের কেন্দ্রে দায়িত্বে থাকা উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার এস.এম মনিরুজ্জামান জানান, আহত শিক্ষার্থীদের মধ্যে একজন ডানহাতে, একজন গালে ও আরেকজন মাথায় আঘাত পায়। তবে কেউ গুরুতরভাবে আহত হয়নি। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা সবাই পরীক্ষা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here