এসএসবি’র উদ্যোগে ঢাকায় ‘শোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট ওয়ার্কশপ’

0

শোল্ডার সোসাইটি অব বাংলাদেশ (এসএসবি)-এর উদ্যোগে দিনব্যাপী এক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে আজ। রাজধানীর সোবাহানবাগে অবস্থিত গ্রীন গার্ডেনে অনুষ্ঠিত এই ওয়ার্কশপের বিষয় ছিলো ‘শোল্ডার জয়েন্ট রিপ্লেসমেন্ট ওয়ার্কশপ’। 
এই কর্মশালায় দেশের শীর্ষস্থানীয় অর্থোপেডিক সার্জনদের নেতৃত্বে সরাসরি সার্জিক্যাল প্রযুক্তি প্রদর্শনী, ইন্টারেক্টিভ সেশন ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। সেখানে উপস্থিত সবাই হাতে কলমে প্রশিক্ষণ নেন।

প্রশিক্ষণটি নিয়ে এসএসবি’র সাধারণ সম্পাদক ডা. জি. এম. জাহাঙ্গীর হোসেন বলেন, ‘বাংলাদেশে কাঁধ সার্জারির উন্নয়নের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি আমাদের কাজের দক্ষতা শানিত করবে। আমরা সাড়াও পেয়েছি বেশ। সামনে এমন আয়োজনের উদ্যোগ নেয়া হবে।’ এতে আরও উপস্থিত ছিলেন এসএসবি প্রেসিডেন্ট ডা. মেজর জেনারেল মো. আনিসুর রহমান হাওলাদার এবং ইতালির শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জন ডা. পিয়েরো বুদাচ্ছি। 

কর্মশালার শুরুতে এসএসবি প্রেসিডেন্ট ডা. মেজর জেনারেল মো: আনিসুর রহমান হাওলাদার বলেন, ‘এটি আমাদের জন্য এক দারুণ সুযোগ। আমরা সব শোল্ডার বিশেষজ্ঞ একত্রিত হয়ে আজ নতুন কিছু জানবো। এটা আমাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।’

ইতালির শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জন ডা. পিয়েরো বুদাচ্ছি বাংলাদেশি সার্জনদের নিয়ে উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘এই দেশে শোল্ডার রিপ্লেসমেন্ট সার্জারি প্রবল সম্ভবনা রয়েছে। আশা করছি আজকের ওয়ার্কশপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

ওয়ার্কশপটি অর্থোপেডিক সার্জন, রেসিডেন্ট, ফেলো এবং কাঁধ প্রতিস্থাপন সার্জারিতে আগ্রহী ডাক্তারদের জন্য উন্মুক্ত ছিলো। তারা বিভিন্ন বিষয়ে প্রশ্ন করে বিস্তারিত জেনে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here