এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন

0
এসএটোয়েন্টি লিগে প্রিটোরিয়ার নেতৃত্বে পরিবর্তন

এসএটোয়েন্টি লিগের আসছে আসরের জন্য প্রিটোরিয়া ক্যাপিটালসের অধিনায়কের দায়িত্ব পেলেন কেশাভ মহারাজ। গত মৌসুম পর্যন্ত তিনি ছিলেন ডারবান সুপার জায়ান্টসের অধিনায়ক।

ক্যাপিটালসে এর আগে নেতৃত্বে ছিলেন রাইলি রুশো। তার জায়গায় এলেন মহারাজ। কেবল নেতৃত্বেই নয়, পুরো ক্যাপিটালসকেই ঢেলে সাজানো হয়েছে।

গত সেপ্টেম্বরে সবচেয়ে বেশি অর্থ (প্রায় ১৮ লাখ ৫০ হাজার ডলার) নিয়ে নিলামে বসে ফ্র্যাঞ্চাইজিটি। সবচেয়ে বেশি ১৬ জন খেলোয়াড়ের স্লটও ছিল তাদের। ওই নিলামেই দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে কিনতে এসএ টোয়েন্টির রেকর্ড ৯ লাখ ৪৫ হাজার ডলার খরচ করে ক্যাপিটালস।

এই নিলাম থেকেই তারা দলে যোগ করে মহারাজকে। এছাড়া লুঙ্গি এনগিডি, লিজাড উইলিয়ামস, ক্রেইগ ওভারটন, সাকিব মাহমুদ ও কোডি ইউসুফদের দলে টানে দলটি। এছাড়া সম্প্রতি আইপিএল থেকে অবসর নেওয়া তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেলকে ওয়াইল্ড কার্ড হিসেবে চুক্তিভুক্ত করেছে তারা। আর নিলামের আগেই উইল জ্যাকস ও শেরফেইন রাদারফোর্ডের সঙ্গে চুক্তি করে ক্যাপিটালস।

ক্যাপিটালসের কোচিং স্টাফেও এসেছে পরিবর্তন। প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। দলটিতে জোনাথন ট্রটের উত্তরসূরি তিনি। আর সৌরভের সহকারীর দায়িত্বে আছেন সাবেক প্রোটিয়া পেসার শন পোলক।

দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগের অভিষেক আসরে গ্রুপ পর্বে সেরা হওয়ার পর, ফাইনালে সানরাইজার্স ইস্টার্নের বিপক্ষে হেরে যায় ক্যাপিটালস। আর গত দুই আসরে তারা পঞ্চম হওয়ায় উঠতে পারেনি প্লে-অফে।

আগামী ২৬ ডিসেম্বর এমআই কেপ টাউন ও সুপার জায়ান্টসের লড়াই দিয়ে শুরু হবে এবারের আসর। পরের দিন জোবার্গ সুপার কিংসের বিপক্ষে ম্যাচ দিয়ে আসরে যাত্রা শুরু হবে ক্যাপিটালসের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here