এশিয়া কাপ ফাইনালের আগে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ওয়াশিংটন সুন্দর। হঠাৎ করে তাকে ডেকে পাঠানো হয়েছে দলের পক্ষ থেকে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে এক ক্রিকেটার চোট পেয়েছেন। তাই ওয়াশিংটনকে নিয়ে যাওয়া হচ্ছে।
শুক্রবারের ম্যাচে সামান্য চোট পেয়েছেন অক্ষর পাটেল। বিশ্বকাপের আগে তাকে এশিয়া কাপের ফাইনালে খেলিয়ে ঝুঁকি নিতে চাইছেন না রোহিত শর্মারা। তাই ডেকে পাঠানো হয়েছে ওয়াশিংটনকে। শনিবারই দলের সঙ্গে যোগ দেবেন তিনি। অক্ষরের চোটের বিষয় অবশ্য ভারতীয় দলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।