এশিয়া কাপ শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। আগামী ৩০ আগস্ট শুরু হবে ছয় দলের মহাদেশীয় এই আসর। পাকিস্তান ও শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হবে ওয়ানডে সংস্করণের এই প্রতিযোগিতা। তবে এবারের এশিয়া কাপ নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে পানি ঘোলা কম হয়নি।
পাকিস্তান এই টুর্নামেন্টের মূল আয়োজক। কিন্তু ভারত সেখানে খেলতে যেতে রাজি না হওয়ায় দ্বিতীয় ভেন্যু হিসেবে শ্রীলঙ্কাকে বেছে নিয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ২ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে কোহলি বলেন, এই ম্যাচের আবহাওয়াটাই আলাদা রকমের। মাঠের বাইরে দর্শকরা সেই পরিস্থিতি তৈরি করেন। সেটাকে অস্বীকার করা যায় না। যখন খেলতে নামি, তখন যদিও মনে হয় না যে এই ম্যাচ আলদা। বাইরে যে পরিস্থিতি তৈরি হয়, সেটা ক্রিকেটারদের উপর প্রভাব ফেলতে পারে। কিন্তু ক্রিকেটারদের তাতে ভেসে যাওয়া উচিত নয়। উপভোগ করা উচিত। সেটাই আমাদের কাজ।