অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ফাইনালে ভারতেকে হারিয়ে শিরোপা জিতলো পাকিস্তান। এদিন আগে ব্যাট করে সামির মিনহাসের ১৭২ রানের ইনিংসে ভর করে ৩৪৭ রান সংগ্রহ করে পাকিস্তান।
জবাবে ভারত ১৫৬ রানে অলআউট হয়ে যায়। এতে ১৯১ রানের বড় পায় পাকিস্তান। টুর্নামেন্টটিতে আগের দুই আসরের চ্যাম্পিয়ন ছিল বাংলাদেশ।
রবিবার (২১ ডিসেম্বর) দুবাইতে আইসিসি একাডেমি মাঠে টসে জিতে ফারহান ইউসুফের দলকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক আয়ুশ মাহাত্রে। নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৩৪৭ রান সংগ্রহ করেন মিনহাস-আহমেদ হুসাইনরা। জবাবে নেমে ২৬ দশমিক ২ ওভারে ১৫৬ রানে গুটিয়ে যায় ভারত।
রানতাড়ায় পাঠিয়ে শুরু থেকেই ভারত ব্যাটাদের চেপে পাকিস্তান বোলাররা। এরপর নিয়মিত বিরতিতেই উইকেট তুলে নেয় তারা। ভারত ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৩৬ রান করেন দীপেশ দেবেন্দ্র। ১৬ বলের ইনিংসে ছিল ৬টি চার ও ২ ছক্কার মার। বাকিদের মধ্যে বৈভব সূর্যবংশী ১ চার ও ২ ছক্কায় ১০ বলে ২৬, খিলান প্যাটেল ২৩ বলে ১৯, অ্যারন জর্জ ৯ বলে ১৬ এবং আভিজ্ঞান কুন্ডু ২০ বলে ১৩ রান করেন। বাকিদের কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
পাকিস্তান বোলারদের মধ্যে আলি রেজা ৪ উইকেট নেন। হুযাইফা আহসান, আবদুল সুবহান ও মোহাম্মদ সাইয়াম দুটি করে উইকেট নেন।
এর আগে ব্যাটে নেমে উদ্বোধনী জুটি ভাঙে ৩১ রানে। ওপেনার হামজা জাহুর ফেরেন ১৪ বলে ১৮ রান করে। দ্বিতীয় উইকেটে ওসমান খান এবং মিনহাস ৭৯ বলে ৯২ রানের জুটি গড়েন। ওসমান ৪৫ বলে ৩৫ রানে ফিরলে জুটি ভাঙে।
পরে হুসাইন এবং মিনহাস মিলে ১২৫ বলে ১৩৭ রানের জুটি গড়েন। দলীয় ২৬০ রানে জুটি ভাঙে ৭২ বলে ৫৬ করে হুসাইন আউট হলে। মিনহাসের বিধ্বংসী ব্যাটিং থামে ১৭ চার ও ৯ ছয়ে ১১৩ বলে ১৭২ রানে। ফারহান করেন ১৮ বলে ১৯ রান।
ভারতের হয়ে দীপেশ দেবেন্দ্র নেন ৩ উইকেট। খিলান প্যাটেল এবং হেনিল প্যাটেল নেন ২টি করে উইকেট। কনিষ্ক চৌহান নেন একটি উইকেট।

