এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম

0
এশিয়া কাপের হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী হাকিম

টানা তৃতীয়বারের মত অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী বাংলাদেশ দলের অধিনায়ক আজিজুল হাকিম।

দুবাইতে অফিসিয়াল ফটোসেশন এবং ট্রফি উন্মোচন অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আসন্ন এশিয়া কাপে দলের প্রস্তুতি নিয়ে ধারণা দিতে গিয়ে এ কথা বলেন হাকিম। 

তিনি বলেন, ‘মানসিক ও শারীরিকভাবে আমাদের প্রস্তুতি ভাল। আমরা ৩০টির বেশি ম্যাচ খেলেছি। যা আমাদের দল হিসেবে গড়ে উঠতে অনেক সহায়তা করেছে।’

২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে এবং পরের বছর ভারতকে হারিয়ে শিরোপা জিতে বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে। 

বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আসন্ন আসরে ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী হাকিম। তিনি বলেন, ‘আমরা ভাল প্রস্তুতি নিয়েছি। আমাদের সব কিছু ঠিকঠাক আছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এটি আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। আমরা আমাদের পরিকল্পনার উপর আস্থা রাখছি এবং এবারও আমাদের সেরাটা দেব।’

টুর্নামেন্টের শক্তিশালী দু’দল ভারত ও পাকিস্তানকে নিয়ে চিন্তিত নন হাকিম। তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তান শক্তিশালী দল। কিন্তু আমার মতে কোনো দলই অপরাজেয় নয়।’

আগামী ১৩ ডিসেম্বর দুবাইয়ে আইসিসি একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here