এশিয়া কাপের পরিকল্পনা জানালেন সাকিব

0

ওয়ানডে অধিনায়কত্ব নেওয়ার পর এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে নিজের পরিকল্পনার কথা জানালেন সাকিব আল হাসান। 

আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সংবাদ সম্মেলরে সাকিব হাজির হয়েছিলেন কোচ চন্ডিকা হাথুরুসিংহকে সাথে নিয়ে। সাকিব বলেছেন, ‘এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি। বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে।’ 

দুই আসরকে নিয়ে দুই ভাবনায় এগোতেই আগ্রহী ওয়ানডের নতুন অধিনায়ক। 

২০১১ সালেও সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলেছিল টাইগাররা। তখন তিনি ছিলেন টগবগে তরুণ। আর এখন ক্যারিয়ারে শেষ পথে দাঁড়ানো এক অভিজ্ঞ যোদ্ধা। সাকিব এ নিয়ে বলেছেন, ‘যদিও অনেক অল্প বয়স ছিল। এখন যেহেতু অনেক বড় একটা অভিজ্ঞতা আছে, সেদিক থেকে অনেক ভালো একটা দল। আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি।’

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here