এবার জাপান ও তাইওয়ানের আকাশে চীনের বেলুন দেখা গেছে বলে দাবি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
জাপানও তাদের আকাশ সীমার ওপর দিয়ে বেলুন উড়ে যাওয়ার ঘটনার কথা নিশ্চিত করেছে। টোকিও জানিয়েছে, পরবর্তীতে জাপান চীনা বেলুন ভূপাতিত করার প্রস্তুতি নেওয়ার কথাও জানিয়েছে।
এর আগে যুক্তরাষ্ট্রের আকাশেও চীনের বেলুন দেখা যায়। যুক্তরাষ্ট্রের দাবি ছিল, এই বেলুন দিয়ে গোয়েন্দা নজরদারি চালায় চীন। তবে বেইজিংয়ের দাবি, এই বেলুনগুলো আবহাওয়া সংক্রান্ত কাজে ব্যবহার করা হয়েছিল।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে সেপ্টেম্বরে জাপানের আকাশসীমায় ওই বেলুন দেখা যায়। সম্প্রতি সেসব ছবি বিবিসির হাতে আসে।
বেলুনগুলো মঙ্গোলিয়ার দক্ষিণ এলাকা থেকে ছাড়া হয়েছে বলেও জানিয়েছে ছবি তোলা সংস্থাটি।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদনি/নাজমুল