এশিয়ান গেমস হকিতে উজবেকিস্তানকে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশ।
শনিবার চীনের গংশু কানার স্পোর্টস পার্ক স্টেডিয়ামে উজবেকিস্তানকে ৪-২ গোলে হারিয়েছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম দুই অর্ধে লড়াই হয়েছে সমান তালে। ম্যাচের ১০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন আশরাফুল ইসলাম। ১৭ মিনিটে উজবেকিস্তানকে সমতায় ফেরান রুসলান করিমভ। চার মিনিট পর আরশাদ হোসেনের গোলে বাংলাদেশ আবারও এগিয়ে যায়।
২৬ মিনিটে আবারও ম্যাচে ফিরে আসে উজবেকিস্তান। গোল করেন ওভিওখুলভ জনিবেক। পরের দুই অর্ধে দাপট দেখায় বাংলাদেশ। ৪২ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে আশরাফুল ইসলাম এবং ৫২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশের বড় জয় নিশ্চিত করেন আমিরুল ইসলাম।
প্রথম ম্যাচে জাপানের কাছে ৭-২ এবং পরের ম্যাচে পাকিস্তানের কাছে ৫-২ গোলে হেরেছিলেন লাল-সবুজের প্রতিনিধিরা।
গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।