শ্রীলঙ্কাকে হারিয়ে এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে স্বর্ণ জিতেছে ভারত। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন পশ্চিবঙ্গের পেসার তিতাস সাধু।
তৃতীয় ওভারে তার হাতে বল তুলে দেন ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। প্রথম বলেই শ্রীলঙ্কার ওপেনিং জুটি ভাঙেন তিতাস। ম্যাচে নিলেন ৩ উইকেট। শেষ পর্যন্ত ৪ ওভার বল করে ৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন তিনি। মেডেন পেয়েছেন একটি।
ফাইনালে শ্রীলঙ্কার মেয়েদের ১৯ রানে হারিয়ে এশিয়ান গেমস ক্রিকেটে অভিষেকেই স্বর্ণ জিতেছে ভারত।