সাদামনের দম্পতি হিসেবে পরিচিত নিউইয়র্কের ইঞ্জিনিয়ার ফজলুল হক ও ডা. সায়েরা হক দম্পতিকে ‘এশিয়ান এক্সপো-২০২৩’ এওয়ার্ডে ভূষিত করা হয়েছে।
৪ ও ৫ মার্চ ফ্লোরিডায় উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ, চীন, জাপান, কোরিয়া, ভারত, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কানাডা, যুক্তরাষ্ট্র, পাকিস্তানের প্রবাসীসহ বিশিষ্টজনদের অংশগ্রহণে এই এক্সপো অনুষ্ঠিত হয়।
এগুলো হস্তান্তর করেন ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চ্যান্সেলর ইঞ্জিনিয়ার আবু বকর হানিপ, এক্সপোর হোস্ট কমিটির নেতা এম রহমান জহির এবং আরিফ আহমেদ আশরাফ।
উল্লেখ্য, ফজলুল হক-সায়েরা হক দম্পতি প্রবাস ও নিজ এলাকা কিশোরগঞ্জের কুলিয়ারচরে বেশ ক’বছর যাবত জনকল্যাণমূলক অনেক কাজে জড়িয়ে রয়েছেন। তবে অন্যদের মত তারা মিডিয়ায় কখনও আসতে চান না। নীরবে-নিভৃতে আর্তমানবতার সেবায় নিয়োজিত রয়েছেন। এবারই ‘এশিয়ান এক্সপো’ কর্তৃপক্ষ তাদেরকে জনসমক্ষে উপস্থাপন করলেন।