এশিয়ান এক্সপো’তে বাংলাদেশের খাদ্য-পণ্য-সংস্কৃতি উপস্থাপনের সংকল্প

0

স্বাধীনতার মাস মার্চের শুরুতেই যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা স্টেটের মায়ামিতে বাংলাদেশ আর বাঙালির ইতিহাস ঐতিহ্যকে বহুজাতিক সমাজের সামনে বিস্তারিতভাবে উপস্থাপনের সংকল্প ব্যক্ত করা হলো ‘২৮তম এশিয়ান এক্সপো’র সার্বিক প্রস্তুতি-সমাবেশে। 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মেলালুকাস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র উদ্যোগে সাউথ ফ্লোরিডা ফেয়ার গ্রাউন্ডে অনুষ্ঠিতব্য এশিয়ান এক্সপোর সর্বশেষ প্রস্তুতি ও যাবতীয় কার্যাদি চূড়ান্ত করার লক্ষ্যে এক বিশেষ মতবিনিময় সভায় এই সংকল্প ব্যক্ত করা হয়। 

বিশেষ অতিথি  ছিলেন কম্যুনিটি লিডার ও বিশিষ্ট ব্যবসায়ী দিনাজ খান, সংগঠনের সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা নান্নু আহমেদ, ওসমান চৌধুরী অপু, মো. আলমগীর, রানা খান, ইফতেখার চৌধুরী রিংকু ও মো. মুজিবউদ্দিন। সকলেই সেরা একটি মেলা উপহার দেয়ার লক্ষ্যে নিজ নিজ প্রচেষ্টা বিবৃত করেন। 

ফ্লোরিডাসহ আশপাশের এলাকার নেতৃবৃন্দ প্রস্তুতি আলোকে আরো উল্লেখ করেন যে, কানাডা, আমেরিকা ছাড়াও সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকার লোকজনও আসবেন এশিয়ানদের এই উৎসবে। আমরা হোস্ট হিসেবে সকলকে আন্তরিক আতিথেয়তায় কোনই কার্পণ্য করবো না।

প্রস্তুতির ওপর আরো মূল্যবান বক্তব্য প্রদান করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রানা হক, কো-কনভেনর মো. আলমগীর, ইভেন্ট চেয়ারম্যান মো. হক রনি, সংগঠনের পরিচালকমন্ডলির সদস্য ও সাবেক কনভেনর নুরুদ্দিন শেখ, কো-চেয়ারম্যান আশরাফ কামাল, কো-চেয়ারম্যান ডা. আনোয়ারুল করিম, চীফ কো-অর্ডিনেটর মো. সাজ্জাদ হাসান, ম্যাগাজিন চেয়ারম্যান মীর রাসেল, চন্দন দাস, শামীম আহমেদ প্রমুখ।

সভায় ‘বাংলাদেশ এসোসিয়েশন অব ফ্লোরিডা’র সভাপতি এডভোকেট এম. রহমান জহির এই এক্সপোর সামগ্রিক প্রস্তুতি ও বিভিন্ন বিষয়ে পর্যালোচনামূলক বক্তব্যে উপস্থিত সকলকে অবহিত করেন যে, আগামী ১ মার্চ এওয়ার্ড সিরিমনি ও গালা-নাইট ডিনারে এবং ২ মার্চ ২৮তম এক্সপোর উদ্বোধন করার জন্য প্রধান অতিথি থাকবেন বাংলাদেশের গৃহায়ন ও গনপূর্ত মন্ত্রী র. আ. এ. ওবায়দুল মোক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ হতে আরো আসছেন আমিনুল ইসলাম আমিন এবং আফজালুর রহমান বাবু। উপস্থিত থাকবেন ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, ফ্লোরিডা এবং লসএঞ্জেলেসস্থ কন্স্যুলেটের পদস্থ কর্মকর্তাগণ। 

এডভোকেট জহির আরো আশাবাদ ব্যক্ত করেন যে, ফ্লোরিডার সিনেটর, কংগ্রেসম্যান ও স্থানীয় সিটির মেয়রগণকেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। এসময় তিনি উল্লেখ করেন, হোস্ট হিসেবে বাংলাদেশি তথা দক্ষিণ এশিয়ানরা রয়েছি। তবে এশিয়ার বহুদেশের ব্যবসায়ী, লেখক, শিল্পী, সাহিত্যিক, জনপ্রতিনিধি এবং কম্যুনিটি লিডারও থাকবেন বিভিন্ন পর্বে। বিশেষ করে প্রবাসে বেড়ে উঠা এশিয়ান প্রজন্মকে তাদের মা-বাবার দেশের খাদ্য ও সংস্কৃতির সাথে নিবিড়ভাবে জড়িয়ে রাখতে গত ২৭ বছরের ন্যায় এবারও বেশ কটি ইভেন্ট রয়েছে। 

সভার সভাপতি সঞ্জয় সাহা তার সমাপনি বক্তব্যে সকলকে একতাবদ্ধভাবে নিষ্ঠার সাথে কাজ করে এক্সপোকে সাফল্যমন্ডিত ও প্রানবন্ত করার আশাবাদ ব্যক্ত করেন। এবারের মেলা সর্বকালের সর্বশ্রেষ্ঠ হওয়ার সংকল্প ব্যক্ত করে তিনি সভার সমাপ্তি ঘোষনা করেন। উল্লেখ্য, এই এক্সপোর মিডিয়া পার্টনার হচ্ছে ‘বাংলাদেশ প্রতিদিন।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here