কখনও কখনও বলের নিয়ন্ত্রণে আগের মতো আধিপত্য দেখা যাচ্ছে না বার্সেলোনার। জয়ও আসছে নুন্যতম ব্যবধানে। বিষয়টি নিয়ে যদিও চিন্তিত হওয়ার কিছু দেখছেন না বার্সেলোনা কোচ শাভি এর্নান্দেস। দলটির প্রথম ইউরোপিয়ার কাপ জয়ের প্রসঙ্গ টেনে তিনি তুললেন প্রশ্ন- বার্সেলোনা প্রথম ইউরোপিয়ান কাপ জিতেছিল ১-০ গোলে, এতে সমস্যা কোথায়?
কাম্প নউয়ে রবিবার (১৮ মার্চ) ক্লাসিকোয় রিয়ালের মুখোমুখি হবে বার্সেলোনা। লা লিগায় এ মুহূর্তে চিরপ্রতিদ্বন্দ্বীদের বেশ পেছনে রেখে শিরোপা পুনরুদ্ধারের পথে ছুটছে শাভির দল। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা, ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রিয়াল। এবারের দ্বৈরথে জিতলে লিগ জয়ের পথে অনেক বড় লাফ দিবে বার্সেলোনা। সবশেষ দুই ক্লাসিকোয় জিতেছে কাতালুনিয়ার দলটি; স্প্যানিশ সুপার কাপে ৩-১ গোলে এবং কোপা দেল রেতে সবশেষ দেখায় ১-০ ব্যবধানে।
বলের নিয়ন্ত্রণে দলটির একচ্ছত্র আধিপত্য করার চেনা দৃশ্য ইদানিং প্রায়ই দেখা যাচ্ছে না। তবে এগুলো নিয়ে মোটেও ভাবছেন না বার্সেলোনা কোচ। তিনি বলেন, রিয়াল আধিপত্য করার চেষ্টা করবে। কাপের ম্যাচে তারা সেটা করেছিলও। তাদের আধিপত্য করতে দেওয়ার পরিকল্পনা আমাদের ছিল না, যেমনটা সান্তিয়াগো বের্নাবেউয়ে হয়েছিল। আমরা বল দখলে রাখতে এবং আধিপত্য করতে চেয়েছিলাম এবং পুরো কাজটাই বল পায়ে রেখে করতে চেয়েছিলাম।
শাভি আরও বলেন, আমি ৪-০ বা ৫-৪ গোলে জিততে পছন্দ করি। কিন্তু ১-০ গোলে জিতলে সমস্যা কোথায়? বার্সেলোনা তাদের প্রথম ইউরোপিয়ান কাপ জিতেছিল রোনাল্ড কুমানের একমাত্র গোলে, ১-০ ব্যবধানে এবং তাতে তো কিছু হয়নি। সবসময় বলের নিয়ন্ত্রণ রাখার লক্ষ্য থাকলেও সেটা কখনও কখনও সম্ভব হয় না বলে মনে করেন শাভি। এ প্রসঙ্গে টানলেন কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপের রিয়ালের বিপক্ষের আগের দুটি ম্যাচ।
তিনি বলেন, আমি একমত যে, আমরা খুবই ভালো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলেছিলাম। সুপার কাপে আমরা বল পায়ে লড়েছিলাম আর কোপা দেল রের ম্যাচে বল ছাড়া। যদি আমরা দুটি বিষয় ঠিকঠাক করতে পারি, তাহলে সেটা আরও ভালো। আমরা প্রতিদ্বন্দ্বিতা করার এবং বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করব। কেননা, বল ছাড়া আমাদের ভীষণ ভুগতে হয়।
শাভির ধারণা এবারের ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদ আরও আক্রমণাত্মক হবে। তবে নিজেদের কৌশলে কোনো পরিবর্তন আনবেন না বলেও জানালেন বার্সেলোনা কোচ। তার মতে, সম্ভবত রিয়াল আরও বেশি আক্রমণাত্মক খেলবে। এটা তাদের জন্য ভালো হবে, সম্ভবত এটা আমাদের ক্ষেত্রে ততটা ভালো হবে না। আমরা নিজেদের কৌশল বদলাব না। সক্রিয় থাকব এবং কখনই দমে যাব না। আমরা সবসময় উপরে উঠে চাপ দিব। তবে আরেকটি বিষয় হচ্ছে, তারা এই চাপ থেকে সামলে আমাদের অর্ধে আধিপত্য করতে চাইবে।