এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত

0

গত মাসের (এপ্রিল) শেষদিকে কোপা দেল রের ফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ-বার্সেলোনা। সেই ম্যাচের আগে রেফারিকে কেন্দ্র করে চরম নাটকীয়তার জন্ম দিয়েছিল মাদ্রিদের ক্লাবটি। ফাইনালের আগে নির্ধারিত অনুশীলন ও ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করায় কার্লো আনচেলত্তির দল ম্যাচ বয়কট করবে বলে গুঞ্জন ছড়িয়ে পড়ে। যদিও শেষ পর্যন্ত তারা ফাইনাল খেলে। কিন্তু রেফারিকে নিয়ে ক্লাবটির আপত্তি ও অভিযোগ অনেক পুরোনো। সে হিসেবে আসন্ন ক্লাসিকোর রেফারি তাদের পছন্দ হবে কি না সেই প্রসঙ্গ এসেই যায়!

আগামী রবিবার রাত ৮.১৫ মিনিটে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন রেফারি আলেজান্দ্রো হার্নান্দেজ। ৪২ বছর বয়সী এই রেফারি গত ছয় বছর কোনো এল ক্লাসিকো ম্যাচের দায়িত্ব পাননি। এবারই প্রথম এবং সবমিলিয়ে পঞ্চমবার তিনি ক্লাসিকো পরিচালনা করতে যাচ্ছেন। তার অধীনে আগের চারটি ক্লাসিকোর সবশেষ দুটি ড্র হয়। এ ছাড়া একটি করে জয় পায় বার্সেলোনা ও রিয়াল।

এদিকে, রেফারি ঘোষণার পরই রিয়াল মাদ্রিদ টিভি রেফারি হার্নান্দেজকে নিয়ে অতীত পরিসংখ্যান তুলে ধরেছে। যেখানে এই রেফারির প্রতি তাদের নেতিবাচক প্রতিক্রিয়া স্পষ্ট। 

রিয়াল মাদ্রিদ টিভির এক প্রতিবেদনে বলা হয়, ‘তার অধীনে হওয়া ম্যাচগুলোয় রিয়ালের জয়ের হার বেশ বাজে। তিনি মোট ১০টি ম্যাচ পরিচালনা করেন লস ব্লাঙ্কোসদের। এর মধ্যে তারা ৫৪ শতাংশ ম্যাচে জয় পেয়েছে এবং সর্বশেষ ছয় ম্যাচে জয় মাত্র দুটি। সর্বশেষ চার ম্যাচেই তিনি গুরুতর ভুল করেছেন। এমনকি তার সিদ্ধান্ত ম্যাচের ফলাফলেও প্রভাব রেখেছে।’

এ ছাড়া ১৩ বছর বয়সে প্রিমিয়ার ডিভিশনে খেলার সময় রেফারি হার্নান্দেজ বার্সেলোনার প্রতি নিজের অনুরাগের কথা জানিয়েছিলেন। সেই ভিডিও নতুন করে সামনে এনেছে রিয়াল মাদ্রিদ টিভি। এ ছাড়া আসন্ন ক্লাসিকোয় ভিএআরের দায়িত্বে থাকা মার্টিনেজ মুনুয়েরাকে নিয়েও আপত্তি মাদ্রিদের টিভি চ্যানেলটির, ‘যতটা গুরুতরভাবে সম্ভব এই ভিএআর রেফারি রিয়াল মাদ্রিদকে ক্ষতিগ্রস্ত করেছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here