এল ক্লাসিকোতে এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

0
এল ক্লাসিকোতে এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

স্পেনের সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে এল ক্লাসিকোর উত্তেজনাপূর্ণ ম্যাচে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। রিয়াল মাদ্রিদের এক সমর্থক খেলার মাঝপথেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

মারা যাওয়া সেই সমর্থকের নাম ইগল ব্রডকিন (৫০)। রিয়াল মাদ্রিদের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জয় উদযাপনের কথা থাকলেও ভাগ্য আর সুযোগ দেয়নি তাকে।

ম্যাচের ৫২তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি মিস করলে হঠাৎই গ্যালারিতে অসুস্থ হয়ে পড়েন ব্রডকিন। স্টেডিয়ামের মেডিক্যাল টিম সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা দেয় এবং দ্রুত লা পাজ হাসপাতালে নেওয়া হয় তাকে। তবে চিকিৎসকরা শেষ পর্যন্ত তার জীবন রক্ষা করতে পারেননি।

পরিবার সূত্রে জানা যায়, ইগল ব্রডকিন দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদের নিবেদিতপ্রাণ ভক্ত ছিলেন। 

তার ছেলে জানান, ‘আমার বাবা রিয়ালের পাগল ভক্ত ছিলেন। আমাদের পুরো পরিবারকেই তিনি ক্লাবের প্রেমে মগ্ন করে রেখেছিলেন। প্রায় সব ম্যাচ আমরা একসঙ্গে দেখতাম।’

প্রিয় সমর্থকের প্রতি শ্রদ্ধা জানাতে রিয়াল মাদ্রিদের সমর্থকরা আসন্ন ৫ নভেম্বরের চ্যাম্পিয়নস লিগ ম্যাচে লিভারপুলের বিপক্ষে এক মিনিটের নীরবতা পালন করার পরিকল্পনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here