প্রতীক্ষার অবসান ঘটিয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত টেকজায়ান্ট অ্যাপল পার্কে আইফোন সিরিজের ১৫ এবং ১৫ প্লাস উন্মোচন করা হয়েছে। পাশাপাশি অ্যাপল ওয়াচ সিরিজ ৯ ও অ্যাপল ওয়াচ আল্ট্রা ২ উন্মোচন করা হয়।
অ্যাপল জানায়, আইফোনের নতুন মডেলগুলোতে টাইপ সি চার্জার ব্যবহার করা যাবে। নতুন আইফোনে রয়েছে টাইটানিয়াম কেস এবং দ্রুতগতির চিপ, যা আরও ভালো গ্রাফিক্স এবং মোবাইল গেমিংয়ে সহায়তা করবে।
আইফোন ১৫ এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে ৭৯৯ ডলার। আর আইফোন ১৫ প্লাস এর ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ৮৯৯ ডলার। আগামী শুক্রবার (১৫ সেপ্টেম্বর) থেকে নতুন ফোনগুলোর অর্ডার নেওয়া শুরু হবে। ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বের অন্তত ৪০টি দেশ ও অঞ্চলের ব্যবহারকারীরা এই ফোন হাতে পাবেন।
সূত্র : হিন্দুস্তান টাইমস।