এলপি গ্যাসের দাম বাড়ছে না কমছে, জানা যাবে বিকেলে

0
এলপি গ্যাসের দাম বাড়ছে না কমছে, জানা যাবে বিকেলে

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ভোক্তা পর্যায়ের নতুন মূল্য আজ মঙ্গলবার বিকেলে ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।  

কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সৌদি আরামকো ঘোষিত অক্টোবরে সিপি অনুযায়ী এ মূল্য নির্ধারণ করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজ বিকেল ৩ টায় নতুন দাম ঘোষণা করা হবে। দাম বাড়বে না কমবে, তা জানা যাবে ওই সময়ই।

এর আগে, গত ২ সেপ্টেম্বর ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩ টাকা কমিয়ে ১ হাজার ২৭০ টাকা নির্ধারণ করা হয়। তারও আগে, আগস্টে ৯১ টাকা কমিয়ে দাম নির্ধারণ করা হয় ১ হাজার ২৭৩ টাকা। একই সময় অটোগ্যাসের দামও ৪ টাকা ১৮ পয়সা কমিয়ে ৫৮ টাকা ২৮ পয়সা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here