এরশাদ হাসানের একক অভিনয়ে নতুন নাটক

0
এরশাদ হাসানের একক অভিনয়ে নতুন নাটক

নাট্যশিল্পী মো. এরশাদ হাসানের একক অভিনীত নাটক ‘ভাসানে উজান’-এর উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে এর মঞ্চায়ন হয়।

উদ্বোধনের আগে বৃহস্পতিবার সন্ধ্যায় গণমাধ্যমকর্মীদের জন্য নাটকটির প্রেস শো অনুষ্ঠিত হয়।

দস্তয়েভস্কির ছোটগল্প ‘দ্য জেন্টেল স্পিরিট’ অবলম্বনে নাটকটির নাট্যরূপ করেছেন নাট্যকার অপূর্ব কুমার কুণ্ডু, নির্দেশনায় ছিলেন শুভাশীষ দত্ত তন্ময়।

মঞ্চ ও আলো পরিকল্পনায় পলাশ হেন্ড্রি সেন, সংগীতে হামিদুর রহমান পাপ্পু, পোশাকে এনাম তারা ও সাকি আশরাফ বোয়ারী, কোরিওগ্রাফিতে রবিন বসাক এবং রূপসজ্জায় নাটকের নির্দেশক শুভাশীষ দত্ত তন্ময় কাজ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here