সিরিয়া ও গাজা পরিস্থিতি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ টেলিফোন আলাপ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। দুই নেতার এই আলাপে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক নানা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, এরদোয়ান সিরিয়ার চলমান পরিস্থিতির ওপর তুরস্কের নিবিড় পর্যবেক্ষণের কথা ট্রাম্পকে বিস্তারিত জানিয়েছেন। সিরিয়ার ঐক্য, সংহতি এবং আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা আঙ্কারার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
সিরিয়াকে সন্ত্রাসমুক্ত এবং শান্তিপূর্ণ হিসেবে গড়ে তোলা গেলে তা পুরো অঞ্চলের স্থিতিশীলতায় বড় ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তুর্কি প্রেসিডেন্ট। এই ফোনালাপে দুই নেতা কুখ্যাত জঙ্গি গোষ্ঠী আইএসের বিরুদ্ধে লড়াই এবং সিরিয়ার কারাগারে বন্দী থাকা এই সংগঠনের সদস্যদের বর্তমান অবস্থা নিয়েও মতবিনিময় করেন।
অন্যদিকে গাজা ইস্যুতে এরদোয়ান জানান, সেখানে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং তুরস্ক এই বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাবে।
গাজায় ইসরায়েলি সহিংসতা বন্ধে ট্রাম্পের নেওয়া শান্তি পরিকল্পনার অংশ হিসেবে গঠিত ‘বোর্ড অফ পিস ফর গাজা’তে যোগ দেওয়ার জন্য ট্রাম্পের দেওয়া আমন্ত্রণ গ্রহণ করেছেন এরদোয়ান। এজন্য তাকে ধন্যবাদও জানিয়েছেন। হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, এই বোর্ড গাজা পুনর্গঠন এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করতে কৌশলগত তদারকি ও আন্তর্জাতিক সম্পদের সমন্বয় করবে।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প এরদোয়ানকে নিজের পছন্দের ব্যক্তিত্ব হিসেবে উল্লেখ করে এই ফোনালাপটিকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে অভিহিত করেন। মূলত গাজা ও সিরিয়া সংকটের স্থায়ী সমাধানে দুই দেশের একযোগে কাজ করার বিষয়টিই এই আলোচনার মাধ্যমে আবারও সামনে এল।
সূত্র: টিআরটি

