এরদোয়ান আগামী পাঁচ বছর বিশ্ব শাসন করবেন: উল্লসিত সমর্থক

0

বেসরকারিভাবে তুরস্কের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন এরদোয়ান। জয় পেয়েই তিনি সমর্থক ও দেশের জনগণকে ধন্যবাদ দিয়েছে। এরদোয়ানের জয়ের খবরে রাস্তায় নেমে এসেছে হাজার হাজার মানুষ। তারা আনন্দ উল্লাসে তাদের প্রিয় নেতার বিজয় উদযাপন করছেন।

আঙ্কারার রাস্তায় নেমে আসা ‍তুর্কি নাগরিক আলি তালিপ বিবিসিকে বলেছেন, ‘আমাদের কোনো সন্দেহ ছিল না। আমরা শিশুদের জন্য খাবার তৈরি করে রাস্তায় বের হওয়ার জন্য তৈরি ছিলাম।’ 

আঙ্কারার রাস্তায় এরদোয়ানের জয় উদযাপন করতে আসা ইনসি দিমিরচি দম্পতি বলেছে, ‘তিনি আমাদের জাতীয় পুরুষ। তিনি শিল্পখাতকে সমৃদ্ধ করেছেন। অবকাঠামোগত উন্নয়ন করেছেন।’

তাদের মতে এরদোয়ান কেবল তুরস্ক নয় ওই অঞ্চলেরই একজন শক্তিশালী নেতা। তারা বলেছে, ‘আমাদের এখনও অনেক সমস্য আছে। তবে এরদোয়ান প্রমাণ করেছেন তিনি দেশ বদলে দিতে পারবেন।’ 

অন্যদিকে জয়ের খবর নিশ্চিত হওয়ার পরই ইস্তাম্বুলে ভোটারদের সামনে কথা বলেছেন এরদোয়ান। তিনি দেশটির সব জনগণকে ধন্যবাদ দিয়েছেন। 

এরদোয়ান বলেছেন, ‘দ্বিতীয় দফা নির্বাচন শেষ করেছি আমরা। জনগণ আমাদের পক্ষে ভোট দিয়েছে।’ ‘আল্লার ইচ্ছায় আমরা মানুষের আস্থা অর্জন করতে পেরেছি এবং গত ২১ বছর ধরে ক্ষমতায় আছি।’

তিনি বলেছেন তার দেশের ৮৫ মিলিয়ন (সাড়ে আট কোটি) মানুষের জয় হয়েছে। তার মতে এই নির্বাচনে আসলে তুরস্কেরই জয় হয়েছে। বলেছেন, তার দেশকে কেউ লক্ষ্যচ্যূত করতে পারবে না।

সূত্র: বিবিসি

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here