যান্ত্রিক ত্রুটির কারণে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বিমান কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিমানটি সৌদি আরবের জেড্ডা থেকে কেরলের কোঝিকোড় বিমানবন্দরে যাচ্ছিল। এসময় বিমানে ১৬০ জন যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই সুরক্ষিত আছেন বলে জানা গিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্র জানা গেছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৭ মিনিটে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার কোচি আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ফ্লাইট আইএস ৩৯৮। তবে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি আঁচ পেয়েছিলেন পাইলট চালক। এরপরই কোচি বিমান বন্দরে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন তিনি।
কোচি আন্তর্জাতিক বিমানবন্দরের একজন মুখপাত্র জানান, পাইলটের সংকেত পাওয়ার পর সমস্ত জরুরি পরিষেবা সক্রিয় করা হয়েছিল। অবতরণের পর বিমানটি পরীক্ষা করে দেখেন বিমানবন্দরের কর্মীরা বিমানের ডান দিকের ‘ল্যান্ডিং গিয়ার’ ত্রুটি ও ডান দিকের উভয় টায়ারই ফেটে গেছে।
এয়ার ইন্ডিয়ার এক বিবৃতিতে জাননো হয়, বিমানটি উড্ডয়নের আগে পরীক্ষায় কোনো ত্রুটি পাওয়া যায়নি। তবে জেদ্দা বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় কোনো সমস্যা হয়ে থাকতে পারে।
চলতি বছরের জুনে গুজরাটে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২৭৯ জন প্রাণ হারিয়েছিলেন। ওই ঘটনার পরই এয়ার ইন্ডিয়া ও ড্রিমলাইনার বিমান নিয়ে একাধিক প্রশ্ন ওঠে। প্রায় দুই মাস আন্তর্জাতিক ফ্লাইট পরিষেবাও বন্ধ রাখা হয়েছিল। গত এরপর ১ অক্টোবর থেকে আবার পুরোদমে আন্তর্জাতিক পরিষেবা চালু করছে এয়ার ইন্ডিয়া।
সূত্র: আনন্দবাজার।

