এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর

0
এমিনেমের বিরুদ্ধে অশালীন প্রস্তাবের অভিযোগ টাইটানিক অভিনেত্রীর

জনপ্রিয় মার্কিন র‍্যাপার এমিনেমের বিরুদ্ধে অশোভন প্রস্তাব দেওয়ার অভিযোগ তুলেছেন হলিউড অভিনেত্রী ও টাইটানিক খ্যাত কেট উইনস্লেট। প্রায় ২৪ বছর পর একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে তিনি সেই অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেন।

কেট উইনস্লেট জানান, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান স্যাটারডে নাইট লাইভে অংশ নেওয়ার সময় এই ঘটনার মুখোমুখি হন তিনি। সম্প্রতি গ্রাহাম নর্টন শোতে অতিথি হয়ে সে সময়ের অভিজ্ঞতা দর্শকদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী।

কেট উইনস্লেট বলেন, আমি এমন একটি বিষয়ে কথা বলতে চাই, যেটা আমি কখনও কাউকে বলিনি। এমিনেম আমাকে বলেছিল তার লোম কামিয়ে দিতে। আমি তখন স্পষ্টভাবে বলে দিয়েছিলাম, এটা আমি করতে পারব না, কারণ আমি আপনার নাপিত নই। এই ঘটনাটার কথা আমি এর আগে কখনও কাউকে বলিনি।

এই মন্তব্য প্রকাশ্যে আসার পর হলিউড অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। দীর্ঘ সময় পর এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে নজর কেড়েছে বিনোদন মহলে।

উল্লেখ্য, এমিনেম যুক্তরাষ্ট্রের একজন প্রভাবশালী র‍্যাপার, গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবে পরিচিত। হিপ হপ সংগীতকে বিশ্বজুড়ে জনপ্রিয় করার ক্ষেত্রে তার ভূমিকা উল্লেখযোগ্য। তবে কেট উইনস্লেটের অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত এমিনেম বা তার প্রতিনিধির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here