এমি অ্যাওয়ার্ডসের ৭৫ তম আসরে বাজিমাত করেছে ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’।
যুক্তরাষ্ট্রের টেলিভিশন জগতের সবচেয়ে বড় পুরস্কার এমি অ্যাওয়ার্ডস। লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসেছিল এবারের আসর।
‘সাকসেশন’ নির্মাণ করেছেন জেস আর্মস্ট্রং। এই সিরিজের মূল চরিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন অভিনেতা কিয়েরান কালকিন ও অভিনেত্রী সারাহ স্নুক।
সেরা কমেডি সিরিজসহ ছয়টি পুরস্কার পেয়েছে ‘দ্য বিয়ার’। কমেডি সিরিজ শাখায় সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন জেরেমি অ্যালেন হোয়াইট।সপ্তাহখানেক আগে গোল্ডেন গ্লোব ও দুই দিন আগে ঘোষিত ক্রিটিকস চয়েস পুরস্কারও পেয়েছে ‘সাকসেশন’ ও ‘দ্য বিয়ার’।