এমবাপ্পে-হালান্ডের দাপট, ভাঙতে যাচ্ছে রোনালদোর গোলের রেকর্ড

0
এমবাপ্পে-হালান্ডের দাপট, ভাঙতে যাচ্ছে রোনালদোর গোলের রেকর্ড

ক্যারিয়ারজুড়ে অসংখ্য গোল ও রেকর্ড গড়ে ফুটবলের ইতিহাসে নিজেকে অমর করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই রেকর্ডগুলোর কয়েকটি এখন বড় চ্যালেঞ্জের মুখে। বর্তমান প্রজন্মের দুই তারকা কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ডের দুর্দান্ত পারফরম্যান্সে ঝুঁকিতে পড়েছে রোনালদোর এক যুগের পুরোনো কীর্তি।

২০১২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে এক বর্ষপঞ্জিতে ৫৮ গোল করেছিলেন রোনালদো। চলতি বছরে সব প্রতিযোগিতা মিলিয়ে এমবাপ্পেও করেছেন ৫৮ গোল। ফলে ২০১৩ সালে রোনালদোর করা ৫৯ গোলের রেকর্ড থেকে মাত্র এক গোল দূরে রয়েছেন ফরাসি ফরোয়ার্ড।

শনিবার সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচ খেলবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে সেই ম্যাচে এমবাপ্পে রোনালদোর রেকর্ডে সমতা আনবেন, নাকি ছাড়িয়ে যাবেন, তা নিয়েই এখন সবার অপেক্ষা।

অন্যদিকে প্রিমিয়ার লিগে রোনালদোর আরেকটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে আছেন আর্লিং হালান্ড। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে লিগে ১০৩ গোল করেছিলেন রোনালদো। সেই রেকর্ড ছাড়িয়ে যেতে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান স্ট্রাইকারের প্রয়োজন আর মাত্র দুটি গোল।

ইতিমধ্যে প্রিমিয়ার লিগে দ্রুততম ৫০ ও ১০০ গোল করার কীর্তি গড়েছেন হালান্ড। চলতি বছরে আরও দুটি ম্যাচ খেলবে ম্যানচেস্টার সিটি। ফলে বছরের শেষেই রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেলতে পারেন এই গোলমেশিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here