এমবাপ্পে-হাকিমির গোলে ডর্টমুন্ডকে হারাল পিএসজি

0

উয়েফা চ্যাম্পিয়নস লিগে কিলিয়ান এমবাপ্পে এবং আশরাফ হাকিমির গোলে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে হারাল পিএসজি।

মঙ্গলবার রাতে গ্রুপ ‘এফ’এ ঘরের মাঠে প্রথমে এমবাপ্পে ও হাকিমির গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে প্যারিস জায়ান্টরা।

প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ পেয়েও হতাশ পিএসজি বিরতির চার মিনিটের মাথায় গোলের দেখা পায়। এমবাপ্পে পেনাল্টি থেকে গোল আদায় করেন। অথচ প্রথম সুবর্ণ সুযোগটা পেয়েছিল ডর্টমুন্ড। ডনিয়েল মালেন জায়গা পেয়ে শট নিয়েছিলেন। কিন্তু সেটি সহজেই রক্ষা করেছেন দোন্নারুম্মা।  

এরপর ৫৮ মিনিটে হাকিমির দুর্দান্ত এক গোলে ব্যবধান ২-০ করে পিএসজি। ভিতিনহার কাছ থেকে বল পেয়ে দারুণভাবে এক ডর্টমুন্ড ডিফেন্ডারকে কাটিয়ে লক্ষ্যভেদ করে এই মরোক্কান তারকা। এরপর দুই দলই চেষ্টা করেছে গোলের। কিন্তু কেউ আর গোলের দেখা পায়নি।

এ জয়ে গ্রুপ ‘এফ’ থেকে পূর্ণ তিন পয়েন্ট পেয়ে শীর্ষে উঠে গেছে পিএসজি। কেননা একই গ্রুপের অন্য ম্যাচে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগে ফিরে প্রথম ম্যাচে এসি মিলানকে তাদের মাঠে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here