এমন হারে ‘ক্ষুব্ধ’ কোহলি

0

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ৩৬তম ম্যাচে বুধবার কলকাতার বিপক্ষে হেরে গেছে ব্যাঙ্গালুরু। চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০০ রান সংগ্রহ করে কলকাতা। জবাব দিতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৭৯ রানেই থেমে যায় ব্যাঙ্গালুরু।

এদিন রান তাড়া করতে নেমে আরসিবির কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। ম্যাচের পর নাম না করে দলের সিনিয়র ক্রিকেটারদের তুলোধনা করলেন অধিনায়ক বিরাট কোহলি।

ব্যাট করার সময় যে সতীর্থরা বুদ্ধিবিবেচনা কাজে লাগাননি, সেটাও উঠে এসেছে কোহলির কথায়। বলেছেন, “আমরা এমন এমন বলে আউট হয়েছি যেগুলো মোটেও উইকেট পাওয়ার মতো বল ছিল না। সরাসরি ফিল্ডারের হাতে বল পাঠিয়েছি আমরা। রান তাড়া করার সময় এই ধরনের ভুল মেনে নেওয়া যায় না। আর একটা ভাল জুটি গড়লেই ম্যাচটা জিততে পারতাম।”

কোহলির মতো বলেছেন, “আমাদের মাথায় রাখতে হবে, ভুল শট খেলে আউট হলে চলবে না। অ্যাওয়ে ম্যাচে একটা হেরেছি, একটা জিতেছি। তাই চিন্তিত নই। কিন্তু এবার টানা অ্যাওয়ে ম্যাচেও জিততে হবে।”

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here