এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশ। তামিম ইকবাল ও লিটন দাস দলে না থাকায় ভুগতে হয়েছে টাইগারদের। শুরুতে ব্যাট করে স্রেফ ১৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে ৬৬ বল আগেই রান তাড়া করে ফেলে লঙ্কানরা।
এ ম্যাচে নাজমুল হোসেন শান্ত ছাড়া আর কোন ব্যাটারই দায়িত্ব নিয়ে খেলতে পারেননি। ১১ বল খেলে ৫ রান করে আউট হন অধিনায়ক সাকিব আল হাসান। পাথিরানার বাউন্সার কাট করতে গিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ তুলে দেন তিনি। ম্যাচের পর দায়িত্বও নিজের কাঁধে তুলে নিয়েছেন সাকিব।
‘খেলার শুরুর দিকে আমরা অনেক স্নায়ুচাপে ছিলাম, কিন্তু আমরা ব্যাটিং চালিয়ে গেছি। ২০তম ওভারে এসে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করছিলাম। এশিয়া কাপে এটাই ছিল আমাদের প্রথম ম্যাচ, ভিন্ন কন্ডিশনে।’
বোলিংয়েও শুরুতে আশা দেখা গিয়েছিল বাংলাদেশ। ৪৩ রানে তিন উইকেট তুলে নিয়েছিল শ্রীলঙ্কার। কিন্তু এরপর জুটি গড়ে ফেলে তারা। জয় পেতেও বেগ পেতে হয়নি। সাকিব বলছেন, তিন ব্যাটারকে ফেরানোর পর আরও উইকেট নেওয়ার দরকার ছিল তাদের।
সাকিব বলেন, ‘তারা যখন ৩০ রানেই তিন উইকেট হারালো, আমরা জানতাম আরও কয়েকটা উইকেট দরকার। কিন্তু দুর্ভাগ্যবশত সেটি পাইনি। বোলার ও স্পিনাররা তাদের কাজটা লম্বা সময় ধরেই করেছে, কেবল পুঁজি হিসেবে আমাদের যথেষ্ট রান ছিল না।’