এমন হারের পর যা বললেন আফগান কোচ

0

মিরপুরে একমাত্র টেস্টে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং সব বিভাগেই বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ করেছে আফগানিস্তান। দুই ইনিংস মিলিয়ে মাত্র ৭২ ওভার ব্যাটিং করতে পেরেছে। রান করেছে সর্বসাকুল্যে ২৬১। বাংলাদেশ পেয়েছে টেস্ট ক্রিকেটে ৮৯ বছরের মধ্যে সবচেয়ে বড় জয়।

নাজমুল হোসেন শান্ত প্রথম ইনিংসে ১৪৬ ও দ্বিতীয় ইনিংসে ১২৪ রান করেন। এর আগে দুই ইনিংসে সেঞ্চুরির কৃতিত্ব রয়েছে একমাত্র মুমিনুল হকের। এই টেস্টে বাংলাদেশ জিতে ৫৪৬ রানের ব্যবধানে। এই ব্যবধানই বলে দেয় কতটা কর্তৃত্ব দেখিয়ে খেলেছে লাল সবুজের দল।

তিনি বলেন, ‘আমি মনে করি প্রতিপক্ষ দল বেশ ভালো খেলছে এবং তারা ধারাবাহিকভাবে ভালো খেলে গেছে। একজন ব্যাটসম্যানের মাঠে খেলতে যাওয়া এবং একই খেলায় দু’টি শতরান করা টেস্ট ক্রিকেটে যা প্রয়োজন তার একটি ভাল উদাহরণ’-এভাবে বলেছেন ট্রট।

শুধু ব্যাটসম্যানদের নিয়ে নয়, ট্রট প্রশংসা করেছেন পেসারদের নিয়ে। জানিয়েছেন এই পেসার বিভাগ দিয়ে দেশে-বিদেশে লড়াই করতে সক্ষম বাংলাদেশ। ‘আমি মনে করি এটি (পেস আক্রমণ) বেশ ভাল, ভাল গতি। বাংলাদেশের যে ধরণের পেসার আছে তা দিয়ে দেশে এবং দেশের বাইরে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। এছাড়াও স্পিন বোলাররা ভালো করেছে, তারা জানে কিভাবে তাদের নিজেদের কন্ডিশনে সত্যিই ভাল খেলতে হয়। সুতরাং কৃতিত্ব তাদের প্রতি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here