বিশ্বকাপে টানা ১০ ম্যাচে অনেকটা অপ্রতিরোধ্য থেকে ফাইনাল খেলতে নেমেছিল রোহিত শর্মা ও তার দল। কিন্তু এখানেই তাদের তরী ডুবেছে। ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারতে হয়েছে ছয় উইকেটে।
শুরুতে ব্যাট করতে নেমে স্রেফ ২৪০ রানে অলআউট হয় পুরো টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত ব্যাট করা ভারত। ওই রান সাত ওভার হাতে রেখে টপকে যায় অজিরা। ম্যাচশেষে রোহিত শর্মা দাবি করেছেন, আর ২০-৩০ রানই যথেষ্ট হতো তাদের জন্য।
৪৭ রানে অস্ট্রেলিয়ারও তিন উইকেট তুলে নিয়েছিল ভারত। কিন্তু এরপরই দুর্দান্ত এক জুটি গড়ে ভারতকে ম্যাচ থেকে ছিটকে দেন ট্রাভিস হেড ও মার্নাস লাবুশেন। তাদের ২১৫ বলে ১৯২ রানের জুটি যখন ভাঙে, তখন অস্ট্রেলিয়ার জয়ের জন্য দরকার কেবল দুই রান। ম্যাচের পর হেড ও লাবুশেনকে কৃতিত্ব দিয়েছেন রোহিতও।