এমন জয়ের পর যা বললেন শান্ত

0

নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের দেখা পেল বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে পাঁচ উইকেটে জিতেছে টাইগাররা। দশম ম্যাচে এসে নিউজিল্যান্ডকে তাদের মাটিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে হারাল বাংলাদেশ।

এমন জয়ের পর অধিনায়ক শান্তর প্রতিক্রিয়া কি? নিশ্চয় বাঁধনহারা! ঠিক তাই। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অবশ্যই অনেক খুশি। অনেক বেশি গর্বিত এই জয়ে। দারুণ অনুভূতি।’

বোলারদের কৃতিত্ব দিয়ে শান্ত বলেন, ‘বোলিং পারফরম্যান্স খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়েছে, তারা দ্রুত শিখেছে। নতুন বলে শরিফুল, সাকিব (তানজিম) খুব ভালো বোলিং করেছে। শেখ মাহেদীর পারফরম্যান্সে মুগ্ধ। এই কন্ডিশনে সে খুব ভালো বোলিং করেছে।’

রান তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে উইকেট হারালেও ব্যাটারদের দেখাচ্ছিলো সাবলীল। ছোট-ছোট জুটিতে এগোচ্ছিল জয়ের দিকে। তবে পরপর তাওহিদ হৃদয়-আফিফ হোসেনের আউটে কিছুটা চাপ বাড়ে। লিটন দাস-শেখ মাহেদীর ৪৫ রানের জুটিতে চাপ সামলে দাপুটে জয়ে মাঠ ছাড়ে লাল সবুজের দল। 

‘শেষ দিকে কিছুটা চাপ ক্রিকেটের সৌন্দর্য্য। আমার মতে, এই ধরনের দলের বিপক্ষে এমন কন্ডিশনে এটি সবসময়ই চ্যালেঞ্জিং। তবে তাদেরকে (১৩৪ রানে) আটকে ফেলার পর আমরা আত্মবিশ্বাসী ছিলাম এবং ছেলেরা তা করে দেখিয়েছে’ -বলেছেন শান্ত। 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here