মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি প্রথমবারের মতো জিতল এমএলএস কাপ, ফাইনালে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩-১ গোলে হারিয়ে। ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল চেজ স্টেডিয়ামে গত রবিবার (৭ ডিসেম্বর)। ম্যাচ শেষে মায়ামিতে শুরু হয় উদযাপন, যেখানে খেলোয়াড় ও সমর্থকরা উদযাপন করছেন ঐতিহাসিক জয়ের আনন্দে।
এমএলএস কাপ জয়ের সঙ্গে সঙ্গে ইন্টার মায়ামি পেয়েছে বড় অঙ্কের অর্থ পুরস্কার। ২০২৫ সালের এমএলএস কাপ জেতা দলের জন্য অর্থ পুরস্কার নির্ধারিত হয়েছে ৩ লাখ মার্কিন ডলার (প্রায় ৩ কোটি ৬৭ লাখ টাকা)। রানার্সআপ ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস পেল ১.৫ লাখ ডলার।
ফাইনাল থেকে বাদ থাকা দলগুলোকেও পুরস্কৃত করা হয়। কনফারেন্স ফাইনালে হেরে যাওয়া দলগুলো পেয়েছে ১ লাখ ডলার করে, আর কনফারেন্স সেমিফাইনাল থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে ৪৭,৫০০ ডলার করে।
এই অর্থ পুরস্কার ক্লাবগুলোর জন্য কেবল উদযাপন নয়, বরং আর্থিক শক্তিও জোগায়। বিশেষ করে যেসব ফ্র্যাঞ্চাইজি এখনও দীর্ঘমেয়াদি প্রকল্প তৈরি করছে, তাদের জন্য এই অতিরিক্ত আয় মূল খেলোয়াড় ধরে রাখা এবং নতুন খেলোয়াড় দলে ভেড়ানোর একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।

