এমআরআই করতে হবে সোহান-শরিফুলের

0
এমআরআই করতে হবে সোহান-শরিফুলের

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতার সঙ্গে সঙ্গে চোটের ধাক্কাও খেল বাংলাদেশ দল।

টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ চলাকালীন গোঁড়ালিতে চোট পেয়ে মাঠ ছাড়েন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। একই ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এজন্য এমআরআই করতে হবে সোহান ও শরিফুলের। বর্তমানে পর্যবেক্ষণে আছেন দু’জনে। 

শনিবার সকালে দলের বাকি সদস্যরা ঢাকায় ফিরলেও সন্ধ্যায় আলাদা ব্যবস্থায় ফিরেন দু’জন। আগামীকাল শনিবার ঢাকায় দু’জনেরই এমআরআই করার কথা রয়েছে। 

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের ১১তম ওভারে ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সোহান। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা এবং এক্স-রে করার পর প্লাস্টার করানো হয় তার। এরপর রাতেই হাসপাতাল থেকে হোটেলে ফিরেন সোহান। 

আঘাতের ধরণ অনুযায়ী ক্রিকেটে ফিরতে কিছুদিন সময় লাগবে সোহানের। অন্ততপক্ষে পাঁচ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে তাকে। এরপর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। 

দুই ওভার বোলিং করার পর হ্যামস্ট্রিংয়ে ইনজুরিতে পড়েন শরিফুল। ইনুজরির পর আর বোলিং করতে পারেননি তিনি।

শেষ ম্যাচ ৫ উইকেটে হেরে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। তবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে হারায় টাইগাররা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here