এভারেস্টে টানা তুষারপাত, আটকা পড়েছেন শতাধিক পর্যটক

0
এভারেস্টে টানা তুষারপাত, আটকা পড়েছেন শতাধিক পর্যটক

টানা বর্ষণ, তুষারপাত ও ঝড়ো আবহাওয়ার কারণে নেপালের এভারেস্ট অঞ্চলে শতাধিক পর্যটক আটকা পড়েছেন। শনিবার (১ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিশ্বের সর্বোচ্চ পর্বত মাউন্ট এভারেস্ট (উচ্চতা ২৯ হাজার ৩১ ফুট) নেপালের উত্তর-পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশের সোলুখুম্বু জেলার লুকলা অঞ্চলে অবস্থিত। সরকারি সূত্রে জানা গেছে, গত তিন দিন ধরে ওই এলাকায় টানা বৃষ্টি ও তুষারপাত অব্যাহত রয়েছে। মেঘলা আকাশ, প্রবল ঝোড়ো হাওয়া ও কম দৃশ্যমানতার কারণে লুকলা বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে। এর ফলে বহু ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোলুখুম্বু জেলার সহকারী প্রধান জেলা প্রশাসক সুরেন্দ্র থাপা জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে বিমান চলাচল বন্ধ থাকায় এভারেস্ট বেস ক্যাম্প থেকে ফেরা অনেক পর্যটক লুকলায় আটকা পড়েছেন। তিনি বলেন, ‘পর্যটন মৌসুমে প্রতিদিন লুকলা থেকে বহু ফ্লাইট পরিচালিত হয়। কিন্তু বর্তমানে সব ফ্লাইট স্থগিত। ফলে লুকলা ও আশপাশের হোটেলগুলোতে পর্যটকদের ভিড় বেড়েছে, অনেকে থাকার জায়গা পাচ্ছেন না।’

তারা এয়ারলাইন্সের লুকলা বিমানবন্দরের ইনচার্জ অমৃত মাগার জানিয়েছেন, তাদের সংস্থার টিকিটধারী প্রায় দেড় হাজার পর্যটক বর্তমানে লুকলায় আটকা রয়েছেন।

নেপালের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আপাতত ভারী বৃষ্টি ও তুষারপাত কমার সম্ভাবনা নেই। বরং আগামী দুদিন কোশি প্রদেশসহ আশপাশের পাহাড়ি এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here