ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে হারের ধাক্কা কাটিয়ে জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই পেনাল্টিতে তারা হারিয়েছে এভারটনকে। তবে জিতলেও ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ষষ্ঠ স্থানে এরিক টেন হাগের দল। সেরা চারে থেকে আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার পথ কঠিন হয়ে গেছে তাদের।
ঘরের মাঠে শনিবার প্রথমার্ধে দুই গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ১২ মিনিট সফল স্পট কিকে দলকে এগিয়ে নেন ব্রুনো ফের্নান্দেস। পিছিয়ে পড়া এভারটন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা চালায়। ইউনাইটেডের রক্ষণে হানাও দেয় কয়েকবার কিন্তু ফিনিশিং ব্যর্থতায় গোল পায়নি সফরকারীরা।