এবিপিসির নতুন কমিটির সভাপতি রাশেদ, সেক্রেটারি ফারুক

0

নবউদ্যমে কম্যুনিটি বিনির্মাণের সংকল্পে যুক্তরাষ্ট্র অঞ্চলে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বালাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি)’র বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২০২৫ মেয়াদের নতুন কার্যকরী কমিটির নির্বাচন সম্পন্ন হলো। 

সভাপতি হিসেবে পুননির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ এবং সাধারণ সম্পাদক হয়েছেন বিডিইয়র্ক ডটকমের সম্পাদক শাহ ফারুক রহমান। ১৩ সদস্যবিশিষ্ট কমিটির অপর কর্মকর্তারা হলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পপি চৌধুরী (সম্পাদক-নারী), ভাইস প্রেসিডেন্ট আলিম খান আকাশ (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি), যুগ্ম সম্পাদক আজিমউদ্দিন অভি (যমুনা টিভি), কোষাধ্যক্ষ পদে পুননির্বাচিত হয়েছেন জামান তপন (ফ্রিল্যান্সার), সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম (এনআরবি কানেক্ট টিভি), প্রচার সম্পাদক-আনিসুর রহমান (বাংলাদেশ প্রতিদিন), নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার (বাংলাদেশ প্রতিদিন), কানু দত্ত (ডিবিসি টিভি), রাজুব ভৌমিক (বাংলাদেশ প্রতিদিন), লায়লা খালেদা (ফ্রি-ল্যান্সার) এবং তপন চৌধুরী (ফ্রি-ল্যান্সার)।

২৩ ডিসেম্বর অপরাহ্নে জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে অনুষ্ঠিত এ সাধারণ সভায় ১১ সদস্যের কার্যকরী কমিটিকে ১৩ সদস্যে বৃদ্ধি এবং সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে টানা দু’মেয়াদের বেশি কেউ প্রার্থী হতে অথবা দায়িত্ব পালন করতে পারবেন না বলে সিদ্ধান্ত গৃহীত হয়। 

নতুন কমিটির পরিচিতি সমাবেশ শীঘ্রই অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। সাধারণ সভায় নানা ইস্যুতে আরও বক্তব্য দেন এবিপিসির সদস্য শহীদুল্লাহ কাইসার (বাংলাদেশ প্রতিদিন), অনিক রাজ (নিউজ টোয়েন্টিফোর টিভি), নুরুন্নাহার নিশা খান (বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি), জলি আহমেদ (এনআরবি কানেক্ট টিভি), আব্দুল আওয়াল মিন্টু, সৌমিক আহমেদ প্রমুখ। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here