এবিপিসির থ্যাঙ্কসগিভিং ডে’তে কম্যুনিটির সম্প্রীতি সুসংহত করার সংকল্প

0

সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি কম্যুনিটিভিত্তিক সম্প্রীতির বন্ধন সুসংহত করার অভিপ্রায়ে পেশাগত দায়িত্ব পালনের সংকল্প ব্যক্ত করার মধ্যদিয়ে বৃহস্পতিবার নিউইয়র্কে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ (এবিপিসি) থ্যাঙ্কসগিভিং ডে পালন করলো। এ উপলক্ষে অনুষ্ঠিত ডিনার পার্টিতে টার্কি ছাড়াও ছিল শীতের পিঠা এবং বাঙালি রসনায় পরিপূর্ণ খাবারের বিপুল আয়োজন। 

বর্ণাঢ্য এ আয়োজনের প্রধান অতিথি নিউইয়র্কে বাংলাদেশের কন্সাল জেনারেল মো. নাজমুল হুদা বলেন, দিনটি মানবতায় পরিপূর্ণ প্রতিটি মানুষের জন্যই বিশেষ একটি দিনে পরিণত হয়েছে। নতুন শস্য উঠার আনন্দে মাতোয়ারা মানুষেরা সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানানোর মধ্যদিয়ে প্রকারান্তরে পারস্পরিক সম্প্রীতির বন্ধনকেই সুসংহত রাখার সংকল্প ব্যক্ত করেন। একইভাবে পরিবার, সমাজ-রাষ্ট্রের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপনের শিক্ষা নিয়ে আসে থ্যাঙ্কসগিভিং ডে’র আনুষ্ঠানিকতা। দিবসটি সর্বস্তরের প্রবাসীদের নিয়ে নিউইয়র্কের সাংবাদিকরা উদযাপন করছেন এবং আমি তার অংশ হতে পেরে খুবই আনন্দিত। 

সম্মানীত অতিথি হিসেবে দিবসের আলোকে পেশাজীবী সাংবাদিকগণের এ আয়োজনের অপরিসীম গুরুত্বের আলোকপাত করেন একুশে পদকপ্রাপ্ত কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায়, এবিপিসির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা লাবলু আনসার, রিয়েল এস্টেট ইনভেস্টর ও কম্যুনিটি অ্যাক্টিভিস্ট নুরুল আজিম, খ্যাতনামা চিকিৎসক ও বীর মুক্তিযোদ্ধা চৌধুরী সারোয়ারুল হাসান।  

এবিপিসির সদস্য-কর্মকর্তারা ছাড়াও ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিত্বকারী বিশিষ্টজনেরা। বিশেষ আমন্ত্রিত অতিথির মধ্যে আরো ছিলেন বীর মুক্তিযোদ্ধা রেজাউল বারি, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, বীর মুক্তিযোদ্ধা গুলজার হোসেন, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, বীর মুক্তিযোদ্ধা নাজিমউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সানাউল্লাহ। 

বেচিত্রময় এ ডিনারে আগত সকলকে স্বাগত জানান এবিপিসির কোষাধ্যক্ষ জামান তপন, ভাইস প্রেসিডেন্ট তপন চৌধুরী, নির্বাহী সদস্য কানু দত্ত, আলমগীর কবীর, আলিম খান আকাশ, জলি আহমেদ, আনিসুর রহমান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here