এবার হিন্দু রীতিতে সাতপাকে ঘুরলেন সারা খান

0
এবার হিন্দু রীতিতে সাতপাকে ঘুরলেন সারা খান

এক বছরের প্রেমের সম্পর্কের পর চলতি বছরের অক্টোবরে বিয়ে করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও বিগ বস তারকা সারা খান। অভিনেতা ও প্রযোজক কৃশ পাঠককে বিয়ের পর নেটিজেনের কটাক্ষের মুখোমুখি হন তিনি।

তবে সব ধরনের সমালোচনা এড়িয়ে এবার কৃষের সঙ্গে হিন্দু রীতিতেই সাতপাক ঘুরলেন সারা। কৃষ পাঠক ‘রামায়ণ’খ্যাত সুনীল লহরীর পুত্র। সেই প্রেক্ষিতে পর্দার ‘লক্ষ্মণে’র পুত্রবধূ হলেন সারা খান। 

শুক্রবার (৫ ডিসেম্বর) কয়েকজন নিকট আত্মীয় এবং বন্ধুবান্ধবের উপস্থিতিতে মুম্বইয়ে চার হাত এক হল। হিন্দু রীতি মেনে গায়ে হলুদ থেকে সাতপাক ঘোরার পাশাপাশি মালাবদল, সিঁদুরদানও হয়। এদিন লাল লেহেঙ্গার সঙ্গে মানাসই স্বর্ণ এবং কুন্দনের গয়নায় সেজেছিলেন ‘বিদাই’ ধারাবাহিক খ্যাত সারা খান।

মেহেন্দিতে লুকনো স্বামীর নামও ধরা পড়ল ক্যামেরায়। অভিনেত্রীর জীবনের নতুন ইনিংসের খবর দিয়ে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা আর শুভেচ্ছায় ভাসছেন এই দম্পতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here