এবার সেনাপ্রধানকে ছেটে ফেলছেন জেলেনস্কি?

0

এবার ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনিকে ছেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 

বিশেষ দু’টি সূত্রের বরাতে এ খবর দিয়েছে মার্কিন গণমাধ্যম সিএনএন।

তবে চলতি সপ্তাহের শেষ নাগাদ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়েছে সিএনএনের প্রতিবেদনে। রাশিয়ার সাথে যুদ্ধকালে এটাই হতে যাচ্ছে ইউক্রেন সেনাবাহিনীতে সবচেয়ে বড় রদবদল।

জানা যায় বিশেষ বৈঠকে শান্তভাবে জেলেনস্কি জালুঝনিকে সেনাবাহিনীর অন্য পদ গ্রহণের প্রস্তাব করেন। তবে জালুঝনি সেই প্রস্তাবে সায় দেননি। এ বিষয়ে কথা বলতে বুধবার ইউক্রেনীয় প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগ করে সিএনএন। তবে তারা কোনো মন্তব্য করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here