এবার সিনেমার পর্দায় মাইকেল জ্যাকসন!

0

জানুয়ারি মাসের ২২ তারিখ থেকে শুরু হচ্ছে ‘পপ সম্রাট’ মাইকেল জ্যাকসনের বায়োপিকের কাজ। পরিচালনায় অ্যান্তোনি ফুকওয়া। প্রযোজনায় লায়নসগেট। মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাগ্নে জাফার জ্যাকসন। আন্তর্জাতিক বাজারে এই ছবির স্বত্বও কেনা হয়ে গেছে।

গ্রাহাম কিংয়ের সঙ্গে যৌথভাবে এই বায়োপিকের প্রযোজনা করছেন জন ব্রাঙ্কা, জন ম্যাকক্লেন। তারা মাইকেল জ্যাকসন এস্টেটের কোএক্সিকিউটরও। গ্ল্যাডিয়েটর এবং দ্য অ্যাভিয়েটর খ্যাত জন লোগান ইতোমধ্যেই চিত্রনাট্য লেখা শুরু করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here