অবশেষে ধরা পড়লেন বলিউড অভিনেতা সাইফ আলী খানের মূল হামলাকারী। মুম্বাই পুলিশের দাবি, রবিবার ভোরে মহারাষ্ট্রের ঠাণে এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই দাবি করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গত বুধবার দিবাগত রাত ১টার দিকে মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সাইফ আলী খানের বাড়িতে ঢুকে পড়ে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। পরে রাত আড়াইটার দিকে ওই ব্যক্তিই অভিনেতার ওপর ধারাল ছুরি নিয়ে চড়াও হয় বলে অভিযোগ।
ছ’টি জখম নিয়ে সাইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয় বৃহস্পতিবার ভোরে। তারপর থেকেই ওই দুষ্কৃতির খোঁজে চিরুনি অভিযান চালাচ্ছিল মুম্বাই পুলিশের ৩০টি দল।
এই অভিযানে যুক্ত মুম্বাই পুলিশের ডিসিপি পদমর্যাদার এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঠাণে এলাকা থেকে ওই ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাওয়া যায়। ঝোপ জঙ্গলের মধ্যে জড়ো করা শুকনো ঘাসের মধ্যে শুয়ে ছিলেন তিনি। পুলিশের দাবি, তার কাছ থেকে কাস্তে জাতীয় ধারাল অস্ত্র এবং একটি তোয়ালে পাওয়া গেছে।
প্রাথমিক জেরায় ওই ব্যক্তি নিজের নাম মুহাম্মদ শরিফুল ইসলাম শাহজাদ বলে দাবি করেছেন।
গত বৃহস্পতিবারই সাইফের বাড়ির পিছনের সিঁড়ির সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছিল সন্দেহভাজন এক ব্যক্তির চেহারা। তখনই পুলিশ সেই ফুটেজ প্রকাশ করে। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি, ইন্ডিয়া টুডে এনই, ডব্লিউআইওএন