এবার সম্পূর্ণ বাখমুত দখলের তথ্য জানাল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়

0

রাশিয়ার ভাড়াটে যোদ্ধাবাহিনী ওয়াগনার গ্রুপের প্রধান ইয়েভজেনি প্রিগোজিন ইউক্রেনের বাখমুত শহর সম্পূর্ণ দখলের দাবি করেছেন।

এবার রাশিয়াও জানাল, বাখমুতের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়া হয়েছে। 

তবে এ দাবি  প্রত্যাখ্যান করে কিয়েভ বলছে, বাখমুতের অবস্থা সঙ্কটজনক (ক্রিটিক্যাল)। সেখানে এখনও যুদ্ধ চলছে।

শনিবার এক ভিডিওবার্তায় প্রিগোজিন বলেন,  শনিবার দুপুর ১২টা নাগাদ বাখমুত সম্পূর্ণভাবে দখলে নেওয়া হয়েছে। আমরা পুরো শহরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছি।

বাখমুত শহর দখল করতে ২২৪ দিন লেগেছে বলেও জানান ওয়াগনার প্রধান।

শহরটির নিয়ন্ত্রণ নেওয়া ইউক্রেনে রাশিয়ার শীতকালীন অভিযানে প্রথম বড় ধরনের অর্জন। বলা হচ্ছে, শহরটি জয়ের ফলে রুশ বাহিনীর জন্য আশপাশের দনবাস অঞ্চল দখলের পথ উন্মুক্ত হলো, যা চলমান যুদ্ধের গুরুত্বপূর্ণ লক্ষ্য।

তবে ইউক্রেন বলছে, বাখমুত শহরের কিছু এলাকায় তারা নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। ইউক্রেনের উপপ্রতিরক্ষামন্ত্রী গান্না মালিয়ার বলেন, বাখমুতে ব্যাপক লড়াই চলছে। সেখানকার পরিস্থিতি সংকটজনক। তবে ইউক্রেনীয় সেনারা শহরের বিমানবন্দর এলাকায় প্রতিরক্ষা ব্যবস্থা ধরে রেখেছেন। সূত্র: আল আরাবিয়া

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here