এবার লাইভে আত্মহত্যার চেষ্টা কমেডিয়ান তীর্থানন্দ রাওয়ের

0

ফেসবুক লাইভে এসে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ভারতের কমেডিয়ান তীর্থানন্দ রাও। সম্প্রতি ‘দ্য কপিল শর্মা শো’ খ্যাত কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি লাইভ সেশন চলাকালীন আত্মহত্যার চেষ্টা করেছিলেন। ফেসবুক লাইভে ফিনাইল খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন তীর্থানন্দ। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেয় অভিনেতার বন্ধুরা।

পুলিশ এসে মৃত্যুর হাত থেকে রক্ষা করে তীর্থানন্দকে। আত্মহত্যা করার সময় অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে একটি লাইভ ভিডিওতে তীর্থানন্দ রাও অভিযোগ করেছেন যে, একজন নারী তার বর্তমান অবস্থার জন্য দায়ী। তীর্থানন্দ আরও দাবি করেন যে, তিনি এক নারীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন, কিন্তু সেই নারী তাকে ব্ল্যাকমেইল করছে। এই নারীর জন্য ৩-৪ লক্ষ টাকা ধার করে ফেলেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম ‘নিউজ ১৮’ যখন অভিনেতার সঙ্গে যোগাযোগ করেছিল, তখন তিনি জানিয়েছিলেন, ‘গত দুই বছর সত্যিই কঠিন ছিল। আমার আর্থিক অবস্থা ভঙ্গুর এবং আমার সত্যিই কোনও সঞ্চয় নেই। আমি ‘পাভ ভাজি’ নামে একটি ফিল্মসহ কিছু কাজ পেয়েছি যেটি এখনও মুক্তি পায়নি কিন্তু তারা আমাকে টাকা দেয়নি। সেইসঙ্গে কয়েকটি ওয়েব-সিরিজ আমি করেছি।’

তীর্থানন্দ আরও জানান, ‘এমন দিন গেছে যখন আমি কিছু খাইনি বা সামান্য কিছু খেয়ে বেঁচে ছিলাম। আমি বুঝতে পেরেছিলাম যে এই জগাখিচুড়ি থেকে মুক্তির একমাত্র উপায় হল আমার জীবন শেষ করা।’ কৌতুক অভিনেতা তীর্থানন্দ রাও কপিল শর্মার সাথে ‘কমেডি সার্কাস কে আজুবে’তে কাজ করেছিলেন। সম্প্রতি কপিলের জনপ্রিয় কমেডি শো ‘দ্য কপিল শর্মা শো’তেও দেখা গেছে এই কমেডি অভিনেতাকে। কপিলের ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে তিনিও একজন।

সূত্র : নিউজ ১৮।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here