এবার রুশ যুদ্ধবিমানকে ধাওয়া দিল জার্মানি-যুক্তরাজ্যের বিমান

0

কৃষ্ণসাগরের আকাশে রুশ যুদ্ধবিমানের সঙ্গে সংঘর্ষে একটি মার্কিন গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত হয়েছে বলে অভিযোগ করেছে আমেরিকা। এ নিয়ে উত্তেজনা চলছে মার্কিন ও রাশিয়ার মধ্যে। এরই মধ্যে ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলবও করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

তবে রুশ যুদ্ধবিমানের সঙ্গে মার্কিন ড্রোনের সরাসরি সংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।

জানা গেছে, বুধবার ন্যাটোভুক্তি দেশ এস্তোনিয়ার আকাশে রুটিন টহল দিচ্ছিল একটি জার্মান এবং একটি যুক্তরাজ্যের যুদ্ধবিমান। অভিযোগ, আচমকাই একটি রাশিয়ার যুদ্ধবিমান এস্তোনিয়ার আকাশসীমার খুব কাছে চলে আসে। ঠিক তখনই জার্মানি এবং যুক্তরাজ্যের বিমান রাশিয়ার বিমানকে তাড়া করতে শুরু করে। তবে কোনও বিমানেরই কোনও ক্ষতি হয়নি।

বিশেষজ্ঞদের বক্তব্য, মঙ্গলবার রাশিয়া মার্কিন ড্রোন ধ্বংস করার প্রেক্ষিতেই বুধবারের ঘটনা ঘটেছে। ন্যাটোর ফোর্স হিসেবেই এস্তোনিয়ায় পাহারা দিচ্ছিল যুক্তরাজ্য ও জার্মানির বিমান। সূত্র: এপি, স্কাই নিউজ, নিউ ইয়র্ক পোস্ট, এবিসি নিউজ, ডয়েচে ভেলে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here