এবার ‘রিটায়ার্ড আউট’ হলেন সাকিব

0
এবার ‘রিটায়ার্ড আউট’ হলেন সাকিব

সুদীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা অভিজ্ঞতা সঞ্চয় করেছেন সাকিব আল হাসান। তবে এবার পেলেন এক নতুন স্বাদ ‘রিটায়ার্ড আউট’। সংযুক্ত আরব আমিরাতে আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে অভিষেক ম্যাচে মাত্র ১২ বলে ১৬ রান করার পর ট্যাকটিক্যাল সিদ্ধান্তে তাকে তুলে নেওয়া হয়।

ঘটনাটি ঘটে টিম সাউদির ওভারের শেষ বলে টম ব্যান্টন সিঙ্গল নেওয়ার পর। তখনই অন্য প্রান্তের ব্যাটসম্যান সাকিব ডাগআউটের দিকে হাঁটতে শুরু করলে কিছুক্ষণের জন্য দেখা দেয় বিভ্রান্তি। চোট পেয়েছেন কি না, সেটি পরিষ্কার হওয়ার আগেই ধারাভাষ্যকার মাইক হেইজম্যান নিশ্চিত করেন সাকিব ‘রিটায়ার্ড আউট’ হয়েছেন।

ম্যাচের পরিস্থিতি বিচারেই নেওয়া হয় এই সিদ্ধান্ত। শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে তখন ১৬ ওভার শেষে এমআই এমিরেটসের স্কোর ১২৯/৬। শেষ ওভারের দিকে রান তোলার চাপ বাড়ায় অধিনায়ক কাইরন পোলার্ডকে আক্রমণাত্মক ভূমিকায় পাঠানো হয়। সাকিব এর আগে পাঁচ নম্বরে নেমে সিকান্দার রাজা ও আদিল রাশিদকে দুটি বাউন্ডারি হাঁকালেও আরও দ্রুত রান প্রয়োজন ছিল দলটির।

পোলার্ড প্রথম বলেই বাউন্ডারি মারলেও দ্বিতীয় বলেই আউট হয়ে যান। তবে রোমারিও শেফার্ডের ১০ বলে ৩১ রানের ঝড়ো ইনিংস এবং তাজিন্দার সিংয়ের ৮ বলে ১৭ রান দলকে শেষ চার ওভারে এনে দেয় ৫৬ রান।

টি-টোয়েন্টিতে ‘রিটায়ার্ড আউট’ এখন আর অস্বাভাবিক কোনো বিষয় নয়। বিশেষ করে ট্যাকটিক্যাল প্রয়োজনে এটি ব্যবহৃত হচ্ছে নিয়মিত। ২০২২ সালের আগে যেখানে এই নজির ছিল মাত্র তিনটি, এখন তা বেড়ে হয়েছে ৬১টি। চলতি বছরই ঘটেছে ২৬টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here