এবার যেকারণে ইরাককে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

0
এবার যেকারণে ইরাককে হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

ওয়াশিংটন ও বাগদাদের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক উত্তেজনার মাঝে ইরাককে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক প্রধানমন্ত্রী নুরি আল-মালিকি যদি আবারও ক্ষমতায় ফেরেন, তবে ইরাকের ওপর থেকে সব ধরনের মার্কিন সহযোগিতা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। 

আজ মঙ্গলবার তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, মালিকিকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হবে ইরাকের জন্য একটি অত্যন্ত ভুল সিদ্ধান্ত।

ট্রাম্প তার পোস্টে উল্লেখ করেন, মালিকির আগের শাসনামলে ইরাক চরম দারিদ্র্য ও বিশৃঙ্খলার মধ্যে নিমজ্জিত হয়েছিল। সেই ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া উচিত নয়। মালিকির রাজনৈতিক আদর্শ ও নীতিকে ‘উন্মত্ত’ আখ্যা দিয়ে ট্রাম্প বলেন, এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র আর ইরাকের পাশে থাকবে না। মার্কিন প্রেসিডেন্টের মতে, ওয়াশিংটনের সমর্থন ছাড়া ইরাকের পক্ষে সাফল্য, সমৃদ্ধি কিংবা স্বাধীনতা অর্জন করা কোনোভাবেই সম্ভব নয়। নিজের স্বভাবজাত ভঙ্গিতে পোস্টের শেষে তিনি লেখেন, ‘মেক ইরাক গ্রেট এগেইন’।

সম্প্রতি ইরাকের ইরানপন্থি শিয়া দলগুলোর জোট নুরি আল-মালিকিকে প্রধানমন্ত্রী পদের জন্য মনোনীত করার পরই ট্রাম্পের এই  হুঁশিয়ারি দিলেন। এর আগে ২০০৬ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইরাকের ক্ষমতায় ছিলেন মালিকি, যার সময়কাল ছিল বিভিন্ন সাম্প্রদায়িক সহিংসতা ও রাজনৈতিক অস্থিরতায় ঘেরা। 

সূত্র: মিডলইস্ট মনিটর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here